নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ২-১ গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ম্যাচে দুটি গোল করেন হামজা চৌধুরী। যার একটি ছিল দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল।
প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের এই মিডফিল্ডারের গোল অনেকটা ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক গোলের মতো।
হামজার এই বাইসাইকেল গোল রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিশ্ব ফুটবলে। হামজা এমন দর্শনীয় গোলের দৃশ্য নজড়ে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। ফেসবুকে উড়ন্ত হামজার দুটি ছবি পোস্ট করেছে ফিফা। সেই পোস্টের ক্যাপশনে লিখা- উড়ন্ত হামজা, পাশে বাংলাদেশের পতাকার ছবি।
বাইসাইকেল গোলের পর পরই পেনাল্টি থেকে গোল করেন হামজা। এতেই ম্যাচে লিড পেয়েছিল বাংলাদেশ। এই নিয়ে লাল-সবুজের জার্সি গায়ে ৬ ম্যাচে ৪টি গোল করলেন দেশের ফুটবলের এই মহাতারকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

