অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুলপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-৩ গোলে হেরেছে বাংলাদেশ পুরুষ দল। একটা সময় ম্যাচের স্কোর ছিল ৩-৩। তবে এরপর আর পাকিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশের ছেলেরা। এই হারে পুল ‘এ’ তে দুই নম্বরে নেমে গেছে বাংলাদেশ। অবশ্য আগের ম্যাচে চীনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
চীনের ডাজুতে ৩ মিনিটে আওয়ান আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় পাকিস্তান। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান ইসমাইল হোসেন। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তানের হয়ে দুটি গোল করেন আলী হানজালা ও আতিফ আলী। বাংলাদেশও ভালো জবাব দেয়। তৃতীয় কোয়ার্টারে যাওয়ার আগে ২৮ ও ২৯ মিনিটে গোল করেন দ্বীন ইসলাম ও ইসমাইল। প্রথম দুই কোয়ার্টার শেষে স্কোর ছিল ৩-৩। শেষ দুই কোয়ার্টারে পথ হারায় বাংলাদেশ। হজম করতে হয়েছে তিন গোল।
চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুলের দুইয়ে আছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান।
এদিকে অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপ হকির টপ ফোর পুলে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ খেলবে স্বাগতিক চীনের বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।