ইংল্যান্ড থেকে ঢাকায় এসে প্রথম দিনই জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। গতকাল (সোমবার, ৬ অক্টোবর) দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও মাঠে নামেন তিনি। হংকং চীন ম্যাচকে সামনে রেখে হামজার উপস্থিতিতে বদলে যায় পুরো দলের চিত্র।
পাঁচ হাজার মাইল অতিক্রম করে হামজা চৌধুরী এখন ঢাকায়। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি থাকাটা স্বাভাবিক। তার উপর ফ্লাইটেও হয়েছে বিলম্ব। এতকিছুর পরও হোটেলে এসেই হামজা জানিয়েছেন ক্লান্ত হলেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা চৌধুরী এসেই বলেছেন সে খুব ক্লান্ত। ফ্লাইট ডিলে হয়েছে জন্য সে হালকা বিশ্রাম নিয়ে প্র্যাকটিসে আসবে।’
যেই কথা সেই কাজ। টিম হোটেলে হালকা বিশ্রামের পরেই দলের সঙ্গে হামজা পা রেখেছেন জাতীয় স্টেডিয়ামে। হামজার সঙ্গে পুরো দলটিই যেন ফিরে পেয়েছে প্রাণ।
এদিন যেন পুরো দলের মধ্যমণি এক হামজা চৌধুরীই। দীর্ঘদিন পর দলের সঙ্গে সুদূর ইংল্যান্ড থেকে দিয়েছেন যোগ। লেস্টার সিটির ক্যাপ্টেনকে পেয়ে তাই সবার আগে ফটোসেশনের কাজ সেড়েছে দলে থাকা অন্যসব ফুটবলাররা। এরপর শুরু হয় অনুশীলনের কাজ।
হামজা আসলেও শোমিত দলের সঙ্গে যোগ দেবেন ম্যাচের দুদিন আগে। অনুশীলনে কতটা সময় দিতে পারবেন কানাডার লিগে খেলা এ মিডফিল্ডার তা নিয়ে শঙ্কা আছে। তবে বাংলাদেশ দলের ম্যানেজার জানিয়েছেন এসব নিয়ে সমস্যা হবে না। শোমিত দলে যোগ দিলে পূর্ণাঙ্গ হবে বাংলাদেশ।
দলের ম্যানেজার আমের খান বলেন, ‘গতবারও লাস্ট সময়ে শোমিত এসে দেখা করেছে। আমি আশা করি শোমিত এসে যেন খেলার অবস্থায় থাকে।’
এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। হামজা-শোমিত-জামালরা শেষ পর্যন্ত ৩ পয়েন্ট এনে দেবেন দলকে, সেটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।