ঢাকাThursday , 16 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান জামাল

BDKL DESK
October 16, 2025 7:00 pm
Link Copied!

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ায় আক্ষেপে পুড়ছেন ফুটবলাররা। দলের রক্ষণের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ম রক্ষার হলেও, সেটা জিতে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান জামাল ভূইয়া।

হংকং চায়না থেকে মলিন মুখে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ড্র করলেও, এশিয়ান কাপে খেলার স্বপ্ন ভেস্তে গেছে হামজা-জামালদের।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হারালেও, হংকংয়ের মাঠে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেননি কোচসহ হামজা, শমিত ও ফাহমেদুলরা। হংকং থেকে সরাসরি নিজস্ব ক্লাবে ফিরে গেছেন এই ৩ ফুটবলার। হংকং ম্যাচে আলো কেড়ে নেয়া জায়ান আহমেদ ফিরেছেন দলের সঙ্গেই। ঢাকা থেকেই যুক্তরাষ্ট্রে যাবেন এই তরুণ ফুটবলার।

তবে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ক্ষোভ ঝেড়েছেন রক্ষণভাগ নিয়েও।

জামাল ভূঁইয়া বলেন, ‘প্রথম হাফ ভালো হয়নি। দ্বিতীয় হাফে কোচ যখন পরিবর্তন এনেছে, তখন খেলা ঘুরে গেছে। দুর্ভাগ্যবশত আমরা জয়সূচক গোলটি করতে পারিনি। যার কারণে খারাপ লেগেছে। তবে দ্বিতীয় হাফে আমরা খুব ভালো খেলেছি। আমাদের ডিফেন্সে কিছু ভুল ছিল। তবে প্রথম ম্যাচে আমরা চারটি গোল হজম করেছি, যা মেনে নেয়ার মতো না।’

নভেম্বরে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও, সে ম্যাচ জিতে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান জামাল ভূইয়া।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমাদের ভুল যেখানে ছিল তা নিয়ে কাজ করতে হবে। পরের ম্যাচ আমাদের ভারতের সঙ্গে, আমাদের পরিবার, বন্ধু ও সমর্থকদের জন্য আমরা সেই ম্যাচটা খেলব।’

এদিকে ম্যাচ শেষে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে স্পেন গেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আগামী সপ্তাহে দেশে ফিরবেন তিনি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।