ঢাকাSunday , 19 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকা জেলা প্রশাসনের কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

BDKL DESK
October 19, 2025 7:10 pm
Link Copied!

ঢাকায় শুরু হলো ‘ঢাকা জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতা’ ও ‘ঢাকা জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা’। প্রতিযোগিতা দুটির আনুষ্ঠানিক উদ্বোধনও হলো আজ (রোববার)।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ের খেলায় আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন, কবুতর উড়িয়ে প্রতিযোগিতা দুটির উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট তানভীর আহমেদ।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘তারুণের এ আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার অন্বেষণ ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া মোবাইলে আসক্তি, মাদক, সন্ত্রাসী কার্যক্রম থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরণের আয়োজন অব্যহত রাখার প্রত্যাশার কথা জানান।

উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতা ১৮-২২ অক্টোবর পর্যন্ত এবং জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার প্রদান আগামী ২৫ অক্টোবর, ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

একই সাথে জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ে ১৮-২৫ অক্টোবর এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার প্রদান আগামী ০১ নভেম্বর ২০২৫ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।