বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই হামজার আগমন জাতীয় দলের ক্যাম্পে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামজা দূর থেকে সাংবাদিকদের হাত নেড়ে অভিবাদন জানান। এরপর পুলিশ প্রোটোকলে দুপুর ১২টার দিকে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছে দেয়া হয়।
হোটেলে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর পাঠানো এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন,‘ভালো জার্নি করে এসেছি, সফল ক্যাম্প হবে। হংকংয়ের বিপক্ষে সবাই সাপোর্ট করতে আসবেন। ইনশাআল্লাহ আমরা উইন করব।’ জাতীয় দলের ম্যানেজার আমের খান পরে সাংবাদিকদের জানান, হামজা চৌধুরী প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নিতে চেয়েছিলেন। এরপর নিজেই নাকি আগ্রহ প্রকাশ করে বিকেলে জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন।
হামজার আগমনের পর এখন অপেক্ষা কানাডা প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার শমিত সোমের জন্য। লিগে ম্যাচ থাকায় তিনি আজ ভোরে দেশে আসতে পারেননি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তার ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে, দলের ইনজুরি পরিস্থিতিও চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। সুমন রেজা ও মোহাম্মদ ইবরাহীম ইনজুরি নিয়ে ক্যাম্প ছেড়েছেন। দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনেরও হালকা চোট আছে। ম্যানেজার আমের খান জানান, তপু রিকভারি করছেন। তিনি বলেন,‘তপু গতকাল অনুশীলন করেছে, তবে পুরোদমে নয়। আজ বোঝা যাবে তার ইনজুরির প্রকৃত অবস্থা। আশা করছি সমস্যা হবে না।’
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে। ‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ে থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৪ করে। আর এক পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে রয়েছে বাংলাদেশ ও ভারত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।