বাংলাদেশ জাতীয় নারী ফুটবল ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ
ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার (২৯ অক্টোবর) সকালে ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই দলের হাতে ৭১ লাখ টাকার চেক হস্তান্তর করেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। সেই ঐতিহাসিক অর্জনের পর ৭ জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
একই মাসে চীনের দাহজুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপ হকির নারী বিভাগে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী হকি দল। তাদের জন্য উপদেষ্টা ঘোষণা করেছিলেন ২১ লাখ টাকার পুরস্কার। নারী হকি দলের প্রত্যেকে ৯৫ হাজার আর ফুটবল দলের প্রত্যেকে ১ লাখ ৬১ হাজার টাকার করে পেয়েছেন।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার আর্থিক পুরস্কার পেয়ে অনুপ্রাণিত হয়ে বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমাদের অস্ট্রেলিয়ায় ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমাদের দেশের হয়ে খেলে সাফল্য আনছি, সরকার আমাদের সম্মানিত করছে এতে আমরা খুশি।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।
২০২৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল পেয়েছিলেন এক কোটি টাকার পুরস্কার। তখনও পুরস্কার ঘোষণা করেছিলেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং সেটি এক সপ্তাহের মধ্যেই পরিশোধ করা হয়েছিল।
তবে বাফুফের ঘোষিত পুরস্কারের ক্ষেত্রে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নারী সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকার বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এক বছর পেরিয়ে গেলেও এখনো ফুটবলাররা সেই টাকা পাননি। এ নিয়ে আজ প্রশ্ন করা হলে অধিনায়ক আফাইদা বলেন, ‘এখানে কিছু বলার নেই। আমরা ফেডারেশনকে বলেছি, তারা বলছে দিয়ে দেবে।’
নারী ফুটবল ও হকি দলের কন্টিনজেন্টের সবাইকে সমান অর্থ প্রদান করেছে এনএসসি। ফুটবলার, কোচিং স্টাফদের সমান অর্থ ম্যানেজার, ফেডারেশনের স্টাফরা পেয়েছেন। এ নিয়ে এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘সাফল্যে সবারই অবদান রয়েছে। এজন্য আমরা সকলকে সমান অর্থই প্রদান করেছি। যাতে কেউ মন না খারাপ করে।’
সম্প্রতি মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে প্রায় অর্ধ যুগের বেশি সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলীকে সাধারণ সম্পাদক করায় তীব্র প্রশ্নের মুখে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে আজ সাংবাদিকদের জেরার মুখে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

