ঢাকাFriday , 19 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোয়ার্টারে বাংলাদেশের জুমার-অহিদুল ও মাসুদ-রবিন জুটি

BDKL DESK
December 19, 2025 9:50 pm
Link Copied!

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ দ্বৈতে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। প্রতিযোগিতার তৃতীয় দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রি-কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি।

পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জুমার-অহিদুল জুটি ভারতের ডেভার্ট মান ও সৌরভ নাইনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে জয় পায়। ম্যাচের তৃতীয় সেটে অহিদুল ইনজুরিতে পড়লেও সাহসী পারফরম্যান্সে ম্যাচ শেষ করে দলকে জয় এনে দেন তিনি।

অন্যদিকে মাসুদ–রবিন জুটি মালয়েশিয়ার লিউ ওয়েন জি ও জিয়া লি তানের বিপক্ষে প্রথম সেটে ১৪-২১ পয়েন্টে হারলেও পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ২১-১৪ ও ২১-১৭ পয়েন্টে জয় তুলে নেয়।

আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে দুই বাংলাদেশি জুটি।

ম্যাচ শেষে জুমার–অহিদুল বলেন, ‘কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছি, আরও অনেকদূর যেতে চাই। কানাডায় ব্রোঞ্জ জিতেছি, এবার ঘরের মাঠে স্বর্ণ জয়ের লক্ষ্য আমাদের।’

দিনাজপুর আলোরা শাটলার একাডেমি থেকে উঠে আসা মাসুদ-রবিন জুটিও আত্মবিশ্বাসী। তারা জানান, কোয়ার্টার ফাইনালেও জয়ের লক্ষ্যেই কোর্টে নামবেন।

তবে দিনের অন্য ইভেন্টগুলোতে হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। পুরুষ দ্বৈতে মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি ভিয়েতনামের বুই দ্যান-নুয়েন ডাক জুটির কাছে ২১-১৭ ও ২১-১৭ পয়েন্টে হেরে যায়। রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিও ভারতের স্বস্তিক মাথারাসান-গোকুল জুটির বিপক্ষে তিন সেটের লড়াইয়ে পরাজিত হয়।

নারী দ্বৈতে ডালিয়া-মাথিনা জুটি গ্রেট ব্রিটেনের চো ওয়াই লাম-থালিয়া লিন সির কাছে এবং রেশমা-বৃষ্টি জুটি ভারতের ন্যান্সি-সুনাইন মালিকের কাছে হেরে যায়। মিশ্র দ্বৈতে সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটিও ভারতের প্রতিপক্ষের কাছে বিদায় নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।