চীনের চংকিংয়ে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের কিশোররা।
আট গোল হলেও বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে পারেনি। স্কোরশিটে নাম তুলেছেন ছয় ফুটবলার। রিফাত কাজী ও অপু দুটি করে এবং মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। ১৩তম মিনিটে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ২৩তম মিনিটে রিফাত দুই ডিফেন্ডার কাটিয়ে জালে জড়ান বল। কিছুক্ষণ পর রিদুয়ানের পাস থেকে ফয়সাল তৃতীয় গোল যোগ করেন। পরের মিনিটেই মানিকের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান হয় ৪-০।
বিরতির পর আবারও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ৪৯তম মিনিটে রিদুয়ানের ক্রস ধরে অপুর দ্বিতীয় গোল। ৭৩তম মিনিটে ফয়সালের শট ফিরলেও রিফাত রিবাউন্ডে জোড়া গোল সম্পন্ন করেন। পরে আরিফ বক্সের অস্থিরতার সুযোগ নিয়ে গোল করেন। ৭৯তম মিনিটে বায়েজিদের নিখুঁত শটে স্কোরলাইন দাঁড়ায় ৮-০।
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনের সঙ্গে রয়েছে। গ্রুপসেরা দল খেলবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
