একদিনের মধ্যেই বদলে গেছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর। পেট্রোনাসের জায়গায় নতুন স্পন্সর হয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, যা ইউনাইটেড গ্রুপের একটি ব্র্যান্ড।
গত দু’দিন ধরে লিগের লোগো ও স্পন্সর নিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগের লোগো নকল কিনা এ নিয়ে সমালোচনা চলছিলই, তার মধ্যেই বড় বিতর্ক ছড়ায় পেট্রোনাসকে স্পন্সর হিসেবে ঘোষণা করার পর।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় পেট্রোলিয়াম ব্র্যান্ড পেট্রোনাস সোমবার (২৪ নভেম্বর) তাদের ওয়েবসাইটে জানায়, বাংলাদেশ ফুটবল লিগ স্পন্সর করার বিষয়ে তারা কিছুই জানে না এবং ব্র্যান্ডের নাম ব্যবহারের অনুমতিও দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেই তারা প্রথম জানতে পারে।
ইউনাইটেড গ্রুপ বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরশিপ কিনে পেট্রোনাসকে ব্র্যান্ড হিসেবে বেছে নিয়েছিল। বাংলাদেশে পেট্রোনাসের পরিবেশক ইউনাইটেড গ্রুপ হলেও মূল কোম্পানির অনুমতি না থাকায় শুরু হয় জটিলতা। মালয়েশিয়ান ফুটবলপ্রেমীরাও প্রশ্ন তোলে নিজ দেশের লিগে স্পন্সর না করে কেন বাংলাদেশে করছে পেট্রোনাস? এ বিষয়টি দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমেও শিরোনাম হয়।
দিনভর আলোচনা-সমালোচনার পর মূল প্রতিষ্ঠানকে রাজি করাতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় পেট্রোনাসের পরিবর্তে নতুন ব্র্যান্ড হিসেবে ইউনাইটেড হেলথকেয়ারের নাম ঘোষণা করে ইউনাইটেড গ্রুপ। এ বিষয়ে বাফুফেও আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।
এদিকে মাঠে খেলা ফিরলেও কোনো ভেন্যুতেই এখনো নতুন লোগো বা স্পন্সর প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং দেখা যায়নি। আগের মতোই সাদামাটা পরিবেশে চলছে লিগের ম্যাচগুলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
