ইতালির ইয়ান্নিক সিনার টেনিস ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করলেন। গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে ২০২৫ সালের উইম্বলডনের শিরোপা জিতে নিলেন ২৩ বছর বয়সী এই তরুণ। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের ঐতিহাসিক সেন্টার কোর্টে রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে চার সেটের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে নেন তিনি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাটি।
প্রথম সেটে দুর্দান্ত খেলেন স্পেনের তারকা আলকারাজ। ৬-৪ গেমে জয় নিয়ে এগিয়ে যান ম্যাচে। মনে হচ্ছিল, টানা দ্বিতীয়বার উইম্বলডনের মুকুট মাথায় পরার পথে রয়েছেন তিনি। তবে এরপরই দৃশ্যপট পাল্টে দেন সিনার। এক মাস আগেই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে এই আলকারাজের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাকে। সেই হারের প্রতিশোধ যেন হিসেব করেই নিয়েছেন তিনি।
দ্বিতীয় সেট থেকেই আক্রমণাত্মক খেলায় ফেরেন সিনার। টানা তিন সেটে ৬-৪, ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। আলকারাজ চেষ্টা করলেও সিনারের দৃঢ়তা ও ধারাবাহিকতার সামনে পাত্তাই পাননি।
এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো উইম্বলডনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ইয়ান্নিক সিনার। একইসঙ্গে ২০২৫ সালে পুরুষ এককের নতুন রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন তিনি। অন্যদিকে, টানা তিনবার উইম্বলডনের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো আলকারাজের। ২০২৩ ও ২০২৪ সালে পরপর শিরোপা জেতার পর এবার ফাইনালে থামতে হলো তাকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
