ঢাকাMonday , 2 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

আরচ্যারির বিকেলও হতাশার

Sahab Uddin
October 2, 2023 9:41 pm
Link Copied!

আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনাময় এক ডিসিপ্লিন আরচ্যারি। এবারের এশিয়ান গেমসে আরচ্যারি নিয়ে খানিকটা আশা ছিল। বাংলাদেশ হাংজু এশিয়ান গেমসে আরচ্যারির দশটি ইভেন্টে অংশ নিচ্ছে। আজ ইতোমধ্যে নয়টি ইভেন্টেই বিদায় নিয়েছে, শুধু পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে টিকে রয়েছে বাংলাদেশ।

দুপুর ও বিকেলে হওয়া ব্যক্তিগত চার ইভেন্টেও বাদ পড়েছে। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুই আরচ্যার দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হন। সোহেল ও আশিকুজ্জামানের লড়াইয়ে সোহেল এক পয়েন্টের ব্যবধানে জেতেন। ১৪৬-১৪৫ পয়েন্টে জেতা সোহেল প্রি কোয়ার্টারে তাজিকিস্তানের আন্দেরির বিপক্ষে ১৪০-১৪৪ পয়েন্টে হারেন।

কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে পুষ্পিতা জামান দ্বিতীয় পর্ব পার হতে পারেননি। ইন্দোনেশিয়ার শাহরার কাছে ১৪৫-১৪৩ পয়েন্টে হারেন। বন্যা অবশ্য এক ধাপ পেরিয়ে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেন। বন্যা কাজাখ আরচ্যারকে দ্বিতীয় রাউন্ডে হারালেও প্রি কোয়ার্টারে কোরিয়ান আরচ্যারের কাছে ১৪০-১৪৩ পয়েন্টে হারেন।

রিকার্ভে ব্যক্তিগত এককে প্রি কোয়ার্টারে শুট অফে বাদ পড়েছেন আব্দুল হাকিম রুবেল। তিনি ভারতীয় শুটার ধীরাজের বিপক্ষে ৫-৫ সেট পয়েন্টে ড্র করেন। শুট অফে রুবেল ৮ আর ধীরাজ এক্স (দশের বিন্দুতে একেবারে) মারলে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের অধ্যায় শেষ হয়। এই ইভেন্টে বাংলাদেশের আরেক আরচ্যার সাগর দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন।

রিকার্ভ ব্যক্তিগত নারী এককে দিয়া সিদ্দিকী কোয়ার্টারে উঠতে ব্যর্থ হন। প্রি কোয়ার্টারে কোরিয়ান আরচ্যারের বিপক্ষে ০-৬ সেট পয়েন্টে হেরে যান। শিমু আক্তার ভারতের আরচ্যার কৌরের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে (০-৬) বিদায় নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।