টানা তিন জয়ে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে রীতিমত উড়ছিল বাংলাদেশ। তবে তুর্কমেনিস্তানের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ায় রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি রূপ নেয় অঘোষিত সেমিফাইনালে। এমন সমীকরণের ম্যাচে আফগানদের কাছে ৩-১ সেটে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
সোমবার (২৭ অক্টোবর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে ২৫-২৩ পয়েন্টে জেতে বাংলাদেশ। তীব্র উত্তেজনাপূর্ণ পরের দুই সেটে ২৫-২০ ও ২৫-২৩ পয়েন্টে জিতে নিজেদের অবস্থান আরও ভালো করে আফগানিস্তান। ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না। সেই সেটে ১৯-২৫ পয়েন্টের ব্যবধানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
উল্লেখ্য, রাউন্ড রবিন লিগে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও গেম পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তান। আর তৃতীয় স্থান নির্ধারণীর লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

