পুরো নাম ফজলুল ইসলাম। তবে হকি আঙিনায় তিনি ‘ওস্তাদ ফজলু’ নামেই পরিচিত। তৃণমূলের কোচ হিসেবে তার বেশ খ্যাতি আছে। যার হাত ধরে রাসেল মাহমুদ জিমিসহ অনেকেই হকিতে প্রতিনিধিত্ব করছেন।
জিমিদের সেই ওস্তাদ আর নেই, আজ বুধবার মারা গেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওস্তাদ ফজলুর মৃত্যু নিয়ে কোচ আজিজুল্লাহ হায়দার জামাল বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার আগে আরমানিটোলা সরকারী স্কুল মাঠ থেকে তাকে বাসায় দিয়ে এসেছিলাম। মনে হচ্ছিল, কী নিয়ে যেন দুশ্চিন্তা করছিলেন। আমি বারবার জানতে চেয়েছিলাম কী হয়েছে। বলেনি। ছোট থেকে আমরা এক সাথে বড় হয়েছি, এক সাথে খেলেছি। আজ সে চলে গেলো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।