ঢাকাSunday , 21 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হকিতে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ চায় মোহামেডান

Sahab Uddin
April 21, 2024 7:39 pm
Link Copied!

বিতর্কে ভরা এবারের হকি লিগ। মোহামেডান-আবাহনীর হকির লিগ শিরোপা নির্ধারণী ম্যাচ হয়েছে পণ্ড। ৩-২ গোলে এগিয়ে থাকার পরও আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে খেলা শেষের আগেই মাঠ ছাড়ে মোহামেডান। তাই আবাহনীকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে হয়। ঐ ম্যাচের ফলাফল বাতিলসহ হকি ফেডারেশন পুনঃগঠনের দাবি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ চেয়েছে মোহামেডান।
শিরোপা নির্ধারণী ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে রোববার (২১ এপ্রিল) সংবাদ সম্মেলন ডাকে মোহামেডান। ক্লাবের ডিরেক্টর ইন চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ বললেন, ‘আমরা তো হকিতে কোনো ন্যায়বিচারই পাচ্ছি না। এখানে খেলে কী লাভ। আমরা পুরো ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। মন্ত্রীর কাছে বিচার চাচ্ছি। আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

মোহামেডানের সাবেক পরিচালক ও কিংবদন্তী হকি খেলোয়াড় প্রতাপ শঙ্কর হাজরা ফেডারেশনের বিরুদ্ধে বাইলজ ভঙ্গের অভিযোগ তুলে বলেন, ‘হকি ফেডারেশন বাইলজের কথা বলছে, এবারের লিগেই দুটি ম্যাচে বাইলজ পরিপন্থী ঘটনা ঘটেছে। আজাদ–বাংলাদেশ স্পোর্টিং ম্যাচে গোলযোগের কারণে ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। সেই ১২ মিনিট পরদিন অনুষ্ঠিত হয়েছে। তারও আগে অ্যাজাক্স ও বাংলাদেশ স্পোর্টিং ম্যাচে একটি গোলকে কেন্দ্র করে দুই দল খেলতে অস্বীকৃতি জানালে সেই ম্যাচের বাকি অংশও পরদিন অনুষ্ঠিত হয়েছে। আবাহনী–মোহামেডান ম্যাচে আরেক রকম কেন হবে?’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।