ঢাকাSaturday , 21 December 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

শেষ রাউন্ডের নাটকীয়তায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

Sahab Uddin
December 21, 2024 10:36 pm
Link Copied!

সপ্তম রাউন্ডে মনন রেজা নীড়ের বিপক্ষে তাহসিনের ড্রয়ে জমে উঠেছিল বিজয় দিবস রেটিং দাবার শেষ রাউন্ড। আধা পয়েন্টে এগিয়েছিলেন তাহসিন তাজওয়ার জিয়া। দ্বিতীয় স্থানে ছিলেন নীড়, শাকিল ও জাভেদ।

শনিবার অষ্টম ও শেষ রাউন্ডে শাকিলের কাছে তাহসিনের হার পুরো চিত্রই পাল্টে দেয়। নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়।

বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল রানারআপ হয়েছেন। আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উভয়েই ৯ খেলায় ৮ পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে মনন রেজা নীড় শিরোপা জয় করেন। বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় হয়েছেন।

৭ পয়েন্ট করে পেয়েছিলেন ১২ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের অনতা চৌধুরী, পঞ্চম বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ষষ্ঠ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সপ্তম তিতাস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান, অষ্টম মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, নবম বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, দশম উত্তরা সেন্ট্রল চেস ক্লাবের তাশরিক সায়হান শান, একাদশ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, দ্বাদশ সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন।

খেলা শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের তিন সদস্য আমিনুল ইসলাম, মোহাম্মদ রাহাত হোসেন ও মো. আরিফুজ্জামান আরিফ উপস্থিত ছিলেন। ৯ রাউন্ড সুইসলিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে মোট দুই লক্ষ টাকা অর্থ পুরস্কাকর দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।