এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে বসুন্ধরা কিংসের পরবর্তী প্রতিপক্ষ ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ২৪ তারিখ ভারতের ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন।
এএফসি কাপে হার দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রেশন ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায় ৩-২ গোলে ওড়িশাকে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
এবার প্রতিপক্ষ ভারতেরই আরেক ক্লাব মোহনবাগান। ম্যাচের আগে দল পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ। আত্মবিশ্বাসের দিক থেকে দল বেশ ভালো অবস্থানে আছে বলে মনে করেন তিনি। অস্কার বলেন, ‘আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। শারীরিক এবং মানসিক দুই ভাবেই আমরা প্রস্তুত আছি। দলের সকলেই আগামী ম্যাচের বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। গত ম্যাচে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। আগামী ম্যাচে আরও ভালো কিছুর প্রত্যাশাই করছি আমরা। ’
আগের দেখায় মোহনবাগানের বিপক্ষে জয় পায়নি বসুন্ধরা। তবে এই ম্যাচে ভিন্ন কিছুর প্রত্যাশা অস্কারের। তিনি বলেন, ‘এবারের মৌসুমে ভিন্ন চিত্র হতে যাচ্ছে। আগের মৌসুমে আমরা তাদের বিপক্ষে পয়েন্ট নিতে পারিনি। আগামী দুই ম্যাচে আমাদের কমপক্ষে চার পয়েন্ট নেওয়ার প্রত্যাশা রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে আমাদের আগামী দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়া জরুরি। ’
বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে রয়েছে কিংস। দুই ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মাজিয়ার সমান তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা।
আজ থেকে অনুশীলন শুরু করেছে কিংস। নিজেদের মাঠেই চলছে তাদের অনুশীলন। দলে কিছু ছোটখাটো ইনজুরি সমস্যা রয়েছে বলে জানিয়েছেন অস্কার। তবে এ নিয়ে ভাবছেন না তিনি। বরং রিকভারির জন্য যথেষ্ট সময় হাতে আছে বলে মনে করেন তিনি, ‘দলে ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা রয়েছে। তবে আমরা কখনোই এসব বিষয় নিয়ে কথা বলি না। কারণ আমাদের হাতে রিকভার করার মতো যথেষ্ট সময় রয়েছে। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।