ঢাকা ও মেলবোর্নের তাপমাত্রার অনেক পার্থক্য। ঢাকায় যেখানে ৩০ ডিগ্রি, সেখানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৪। আবহাওয়ার এই তারতম্যের কারণেই মানিয়ে নেওয়ার জন্য ম্যাচের ৫ দিন আগে মেলবোর্ন যাওয়া জামাল ভূঁইয়াদের। শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করে প্রায় ২০ ঘণ্টা ভ্রমণ করে শনিবার স্থানীয় সময় রাতে সাড়ে ১০ টার দিকে মেলবোর্নে পৌঁছায় বাংলাদেশ দল।
ভ্রমণ ক্লান্তির জন্য রোববার হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের হোটেলেই জিম আর রিকভারি সেশন করিয়েছেন। আজ (সোমবার) প্রথমবারের মতো মাঠে খেলোয়াড়দের করিয়েছেন উইথবল অনুশীলন। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ।
অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘এখানে আসার দুইদিন পর প্রথমবার অনুশীলন করলাম। বেশ ভালো লাগছে। পুরো দলই অনুশীলন করেছি। আবহাওয়া একটু ঠাণ্ডা। অনেকেরই ঠাণ্ডা লেগেছে। যদিও আমি আর তারিক কাজীর কোনো সমস্যা হচ্ছে না। এ রকম আবহাওয়ার সঙ্গে আমরা পরিচিত। এখানে আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত।’
ঠাণ্ডার পাশাপাশি অনেক বাতাস মেলবোর্নে। তবে এই বাতাস মাঠে বেশি সমস্যা করবে না, মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখানে ঠাণ্ডা ও বাতাস অনেক। তবে এই বাতাস স্টেডিয়ামের মধ্যে তেমন সমস্যা করবে না। যখন বাইরে থাকি যখন কিছুটা সমস্যা করে।’
মোহাম্মদ ইব্রাহিম প্রথম দিনের অনুশীলনে খুশি, ‘ওভারঅল ভালো অনুশীলন ছিল প্রথম সেশনে। ঠাণ্ডার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাচ্ছেন ঠাণ্ডার সঙ্গে আমরা যেন দ্রুত মানিয়ে নিতে পারি। বিশ্বের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আমরা ডিফেন্স কিভাবে ব্লক করবো প্রথম দিনের অনুশীলনে সেটাই করিয়েছেন কোচ।’
সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার আবহাওয়া আমাদের দেশের মতো নয়। এখানে অনেক ঠাণ্ডা, অনেক বাতাস। দেখছিলাম যে, বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিল। আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। প্রথম দিনের অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের। ছেলেরা সবাই ভালো আছে। মুখিয়ে আছে ভালো কিছু করার জন্য।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।