ঢাকাMonday , 27 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্রাজিলিয়ানের ‘ম্যাজিকে’ কিংসের প্রতিশোধ

Sahab Uddin
November 27, 2023 10:44 pm
Link Copied!

অবিশ্বাস্য, দুর্দান্ত! যে কোনো বিশেষণেই বিশেষায়িত করা যায় কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরার করা আজকের গোলটি। ৮৮ মিনিটে বক্সের কয়েক গজ সামনে থেকে বুদ্ধিদীপ্ত চীপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি। তাতে পুরো কিংস অ্যারেনা মাতে উল্লাসে।

গোলরক্ষক পোস্ট থেকে সামনে এগিয়ে আছেন। ফরোয়ার্ডরা দূর থেকে চীপ করে গোল করেন। এমন দৃশ্য দেখা যায় আন্তর্জাতিক ফুটবলে এবং আন্তর্জাতিক মানের ফুটবলারদের কাছ থেকে। বাংলাদেশে কিংস অ্যারেনার দর্শকরা আজ এমন এক গোলেরই সাক্ষী হলেন।

মিগুয়েলের এই গোলে জয় নিশ্চিত করেছে কিংস। অ্যাওয়ে ম্যাচে মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের কাছে হেরেছিল কিংস। এবার ঘরের মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশের ক্লাবটি। পাঁচ ম্যাচ শেষে পূর্ণ দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো তারা। ১১ ডিসেম্বর ভারতে গিয়ে উড়িষা এফসিকে হারাতে পারলে আবার এশিয়ান অঞ্চলের আঞ্চলিক সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে বাংলাদেশের কোনো ক্লাবের।

কিংস অ্যারেনা যে কিংসের দুর্গ সেটা আজ আবার প্রমাণ হলো। ১০ মিনিটে পিছিয়ে পড়ে কিংস। পিছিয়ে পড়ার চাপ কিংসের ফুটবলারদের তেমন গ্রাস করেনি। গোলের চেষ্টা করে গেছেন তারা অনবরত। ৮০ মিনিটে গিয়ে সফল হয়েছেন। এই সফলতার উৎস বাংলাদেশের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন। বাম প্রান্ত থেকে তার করা ক্রসে হেড করেছেন কিংসের বিদেশি ফুটবলার গফুরভ। তাতে ম্যাচে আসে সমতা।

সমতা আসার পর কিংস পূর্ণ তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠে। আরো কয়েকটি কর্ণার আদায় করে। তবে শেষ পর্যন্ত মিগুয়েলের ম্যাজিকে কিংস পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এএফসি কাপে তিন হোম ম্যাচেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করল কিংস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।