ঢাকাSaturday , 11 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বছরের শেষদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা

Sahab Uddin
May 11, 2024 9:57 pm
Link Copied!

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ঘরের মাঠে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্ট দলগুলো। এবার সেখানে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। সবকিছু ঠিক থাকলে বছরের শেষদিকে শান্তদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

শনিবার (১১ মে) এক বিবৃতির মাধ্যমে এই সিরিজের সূচি ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সূচি অনুযায়ী তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

২২ নভেম্বর লাল বলের ম্যাচ দিয়ে শুরু হবে সফর। সিরিজের প্রথম টেস্টটি হবে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচের ভেন্যু সেন্ট কিটসে। এরপর সেন্ট ভিনসেন্টে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল টাইগাররা। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি

টেস্ট সিরিজ
প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা

ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস
দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস
তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।