সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
প্রথম ম্যাচে জোড়া গোল করা প্রীতিকে আগামী ম্যাচে খেলানো নিয়ে সংশয়ে আছেন কোচ সাইফুল বারী টিটু।
প্রথম ম্যাচে জোড়া গোল করার পর প্রীতিকে তুলে নেন কোচ। চোটের সমস্যা আছে তার। তবে আগামী ম্যাচে মাঠে নামতে মানসিক ভাবে প্রস্তুত প্রীতি। আজ অনুশীলন শেষে টিটু বলেন, ‘প্রীতি মাঠে নামতে চায়। সে বলছে তর একটু ব্যাথা আছে। আমরা বিষয়টা দেখছি কি অবস্থায় আছে। তবে তাকে ফাইনালের আগে বিশ্রাম দিতে পারলে ভালো হতো। কিন্তু না খেলিয়ে বসিয়ে রাখলে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আসতে পারে। যাই হোক আমরা ভাবছি দেখি কি করা যায়। ’
চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ- ভারত ফাইনাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই হিসেবে আগামী ম্যাচ ফাইনালের ড্রেস রিহার্সেল বলে মনে করেন টিটু। তিনি বলেন, ‘যদি ধরে নেয়া হয় ফাইনালে বাংলাদেশ – ভারত খেলবে তবে আগামী ম্যাচ ফাইনালের ড্রেস রিহার্সেল হয়ে যাবে। আমরাও আমাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো। কোথায় কাজ করতে হবে বোঝা যাবে। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।