গত বছর ৩০ মে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হওয়া মোহামেডান ও আবাহনীর ফেডারেশন কাপ ফাইনাল আজও অনেকের চোখে লেগে আছে আঠার মতো।
১২০ মিনিটের ম্যাচ ৪-৪ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। দেশের দুই জনপ্রিয় ক্লাবের আরেকটি দুর্দান্ত ফাইনালের সম্ভাবনা টিকে রইলো, মঙ্গলবার চতুর্থ দল হিসেবে আবাহনী সেমিফাইনালে নাম লেখানোয়।
প্রথম দল হিসেবে মোহামেডান সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এরপর বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব নাম লেখায় শেষ চারে। মঙ্গলবার ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপে টিকে রইলো আবাহনী।
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় তিন বিদেশির তিন গোলে হেসেখেলে কোয়ার্টার ফাইনাল জিতেছে আবাহনী। নবম মিনিটেই এগিয়ে যায় আবাহনীর। বাম দিক দিয়ে ঢুকে বক্সে বল ফেলেন ব্রাজিলিয়ান ওয়াশিংটন। বল পেয়ে কোনো ভুল করেননি গ্রানাডিয়ান স্টুয়ার্ট কর্নেলিয়াস।
প্রথম গোলের যোগানদাতা ওয়াশিংটন ব্যবধান দ্বিগুণ করেন বিরতির বাঁশি বাজার একটু আগে। আগেরবার বল নিয়ে ঢুকে সতীর্থতে দিয়ে গোল করালেও এবার নিজেই লক্ষ্যভেদ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।
৭৯ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ গোল করলে আবাহনীর ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। তবে শেষ দিকে ফর্টিস একটি গোল করে ব্যবধান কমানোর সান্তনা নিয়েই ফেডারেশন কাপ থেকে বিদায় নেয়। ফর্টিসের গোলটি করেছেন সাজেদ হাসান নিঝুম।
গোল করিয়ে এবং করে ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন।
৭ মে প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে। ১৪ মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুনাধরা কিংস। ফাইনাল দিয়ে এবারের ফেডারেশন কাপ শেষ হবে ২১ মে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।