ঢাকাSaturday , 30 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ড্রয়ের পর হারল আবাহনী

Sahab Uddin
December 30, 2023 10:21 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর চলতি লিগ মোটেও সুখকর যাচ্ছে না। লিগের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্রয়ের পর শনিবার দ্বিতীয় ম্যাচে ফর্টিজ এফসির বিরুদ্ধে হেরেছে ক্রুসিয়ানীর দল। লিগ শুরুর আগে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল আবাহনী।
শনিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আবাহনী আক্রমণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি। উল্টো ফর্টিজ ৩৬ মিনিটে একমাত্র গোলটি পায় ইউক্রেনের ফুটবলারের সৌজন্যে। বক্সের ভেতরে গাম্বিয়ার ওমর বাদোরের পাসে ফাঁকায় ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন বাঁ পায়ের নিচু শটে দারুণ প্লেসিং করে ফর্টিজকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন।
দ্বিতীয়ার্ধে আবাহনী গোল পরিশোধের জন্য মরিয়া ছিল। ৫০ মিনিটে রহিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করলেও ফর্টিজের গোলরক্ষক সেভ করেন। ম্যাচের বাকি সময় তেমন জোরালো আক্রমণ করতে পারেনি আবাহনী। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ফর্টিজ ম্যাচের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ৬৯ মিনিটে। ভ্যালেরির জোরালো শট আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল দারুণ দক্ষতায় প্রতিহত করেন।
আবাহনী ফুটবল দলের নতুন ম্যানেজার কাজী নজরুল ইসলাম চার ম্যাচ নিষেধাজ্ঞায় ছিলেন। আপীল কমিটি শাস্তি পর্যালোচনা করে দুই ম্যাচ মওকুফ করেছে। ম্যানেজার ডাগ আউটে ফেরার দিন হারল আবাহনী।
দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ও শেখ জামালের মধ্যকার ম্যাচটি ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে শেখ জামাল ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।