এবারের নারী ফুটবল লিগে সবচেয়ে শক্তিশালী দল নাসরিন স্পোর্টস একাডেমি। জাতীয় দলের ১৫ ফুটবলার আছেন এই ক্লাবে। তারকায় ভরা দলটি লিগ শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার। মাঠেও তারা দেখিয়ে যাচ্ছে দাপট। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নাসরিন স্পোর্টস একাডেমি।
সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি ১০-০ গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। প্রথম তিন ম্যাচে তারা হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশ, সদ্যপুস্করনী ও সিরাজ স্মৃতি সংসদকে।
সোমবার উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড় মনিকা চাকমা। জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকি ৫ গোল করেছেন শামসুন্নাহার, সুমাইয়া, মারিয়া মান্ডা, রিতুপর্ণা চাকমা ও মার্জিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।