ঢাকাSunday , 30 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

খেলোয়াড় হিসেবে জিততে পারিনি, তবে…

Sahab Uddin
June 30, 2024 10:39 pm
Link Copied!

খেলোয়াড়ী জীবনে কখনো বিশ্বকাপ ছুয়ে দেখতে পারেননি। এত এত রান করে সাক্ষী হয়েছেন বহু বড় জয়ের, তবুও রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ থেকেছে আরাধ্য। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠলেও তখন হারতে হয়েছিল ভারতকে।
প্রায় দুই দশক পর গত বছর আবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেন দ্রাবিড়, এবার কোচ হিসেবে। কিন্তু এই দফায়ও স্বপ্নভঙ্গ হয় তার। অবশেষে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই টুর্নামেন্ট জয়ের পর ভারতীয় সাংবাদিকদের নিজের অনুভূতির কথা জানিয়েছেন রাহুল দ্রাবিড়।
তিনি বলেন, ‘আমার সত্যিই কথার সংকট হয়ে গেছে গত কয়েক ঘণ্টায়। তারা যেভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করেছে, এই দলকে নিয়ে অনেক বেশি গর্বিত। এমনকি আজও আমার মনে হয় কঠিন পরীক্ষা হয়েছে। দল তিন উইকেট হারিয়ে ফেলেছিল প্রথম ছয় ওভারে, যে অবস্থায় আমরা ছিলাম; ছেলেরাও ওখানেও লড়াই করেছে, বিশ্বাস রেখেছে।’
নিজের শিরোপা খরা ঘুচানো নিয়ে দ্রাবিড় বলেন, ‘আপনারা জানেন, খেলোয়াড় হিসেবে আমার বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি যখনই খেলেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা খেলারই অংশ।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ২০০৭ সালে এখানেই হওয়া ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এসেছিলেন দ্রাবিড়। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তার দল। এবার কি ওই শাপমোচন হলো?
দ্রাবিড়ের জবাব, ‘এখানে শাপমোচনের কোনো ব্যাপার নেই। আমি ওরকম বিষয় নিয়ে ভাবার মতো মানুষ না। আমি এরকম অনেক খেলোয়াড়কেই জানি যারা ট্রফি জিততে পারেনি। আমি ভাগ্যবান আমাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আর ছেলেরা ট্রফি জিতে উদযাপনের সুযোগ করে দিয়েছে।’
‘ভালো অনুভূতি হচ্ছে। কিন্তু ব্যাপারটা এমন না আমি কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়েছিলাম। এটা কেবল কাজ যা আমি করছি। আমি কাজ করতে পছন্দ করি, রোহিত ও দলের সঙ্গে কাজ করা পছন্দ করি। এটা দারুণ এক যাত্রা ছিল আর আমি উপভোগ করেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।