ঢাকাSunday , 20 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন তাহসিনের

BDKL DESK
April 20, 2025 10:03 pm
Link Copied!

হাঙ্গেরিতে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবায় ফিদে মাস্টার তাহসিনের আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। বুদাপোস্টের এ প্রতিযোগিতা হতে ১০ খেলার একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন প্রয়াত জিয়াউর রহমানের ছেলে তাহসিন। ফিদৈ মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে নর্ম অর্জনের পাশাপাশি এ ইভেন্টে রানার-আপ হয়েছেন।

রোববার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার একজেল গারগেলিকে হারিয়েছেন। এর আগে শনিবার স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের শ্রীরাম আদর্শ উপলার কাছে হেরে যান।

এটি ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার তৃতীয় বা শেষ নর্ম। ইতিপূর্বে তিনি ২০২৩ ও ২০২৫ সনের এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ হতে দু’টি নর্ম অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ফিদে মাস্টার তাহসিনকে ২৪০০ রেটিং করতে হবে। তার বর্তমান রেটিং ২৩৫৪।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।