আসছে ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের পরেইএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭।
গত ৩০ সেপ্টেম্বর, ২০১৫ তারিখ মোতাবেক আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপের শীর্ষ আট দল এতে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি দিয়ে পর্দা নামবে অষ্টম আসরের।
চলুন দেখে নেয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি: গ্রুপ এ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
গ্রুপ বি: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের সূচি: ২৭ মে (শনিবার)- বাংলাদেশ বনাম পাকিস্তান (এজবাস্টন), বিকাল সাড়ে ৩টা ৩০ মে (বুধবার)- বাংলাদেশ বনাম ভারত (ওভাল), বিকাল সাড়ে ৩টা চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি (বাংলাদেশ সময়) : ১ জুন (বৃহস্পতিবার)- ইংল্যান্ড বনাম বাংলাদেশ (ওভাল), বিকাল সাড়ে ৩টা ২ জুন (শুক্রবার)- অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড (এজবাস্টন), বিকাল সাড়ে ৩টা ৩ জুন (শনিবার)- শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা (ওভাল) বিকfল সাড়ে ৩টা ৪ জুন (রোববার)- ভারত বনাম পাকিস্তান (এজবাস্টন), বিকfল সাড়ে ৩টা ৫ জুন (সোমবার)- অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ( ওভাল) সন্ধ্যা সাড়ে ৬টা ৬ জুন (মঙ্গলবার)- নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড (কার্ডিফ), বিকfল সাড়ে ৩টা ৭ জুন (বুধবার)- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (এজবাস্টন), সন্ধ্যা সাড়ে ৬টা ৮ জুন (বৃহস্পতিবার)- ভারত বনাম শ্রীলঙ্কা (ওভাল), বিকাল সাড়ে ৩টা ৯ জুন (শুক্রবার)- নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ (কার্ডিফ), বিকাল সাড়ে ৩টা ১০ জুন (শনিবার)- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (এজবাস্টন), বিকাল সাড়ে ৩টা ১১ জুন (রোববার)- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (দ্য ওভাল), বিকল সাড়ে ৩টা ১২ জুন (সোমবার)- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (কার্ডিফ), বিকাল সাড়ে ৩টা ১৪ জুন (বুধবার)- প্রথম সেমিফাইনাল গ্রুপ ‘এ’ প্রথম স্থানাধিকারী বনাম গ্রুপ ‘বি’ দ্বিতীয় স্থানাধিকারী, (কার্ডিফ), বিকাল সাড়ে ৩টা ১৫ জুন (বৃহস্পতিবার)- দ্বিতীয় সেমিফাইনাল গ্রুপ ‘এ’ দ্বিতীয় স্থানাধিকারী বনাম গ্রুপ ‘বি’ প্রথম স্থানাধিকারী, (এজবাস্টন), বিকেল সাড়ে ৩টা ১৮ জুন (রোববার)- ফাইনাল (ওভাল), বিকাল সাড়ে ৩টা ১৯ জুন (সোমবার) : রিজার্ভ ডে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।