নারী কাবাডি বিশ্বকাপকে সামনে রেখে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছিল জাতীয় দলের আবাসিক ক্যাম্প। পাশাপাশি যুব দলের অনুশীলনও চলছিল সেখানে। সব মিলিয়ে প্রায় ৫০ জন নারী খেলোয়াড় এই কমপ্লেক্সে থেকে অনুশীলন করছিলেন।
তবে হঠাৎ করেই সেই অনুশীলন ক্যাম্প দুদিন আগে ধানমন্ডি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাভারের বিকেএসপিতে। কারণ, সেখানে নাকি রাতের বেলা মেয়েদের জিন-ভূতে উৎপাত করছিল। হোস্টেলের পঞ্চম তলায় থাকা মেয়েরা গভীর রাতে ভূত দেখতো।
টিমের একটি সূত্র জানিয়েছে, ভূতের ছায়া দেখে ক্যাম্পে থাকা পাঁচ মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘জিন-ভূত না কি। কয়েকজন মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে তো ট্রেনিং চালিয়ে যেতে হবে। তাই ক্যাম্প বিকেএসপিতে নিয়ে গেছি।’
এদিকে আগস্টের ৩ থেকে ১০ তারিখ ভারতে হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেয়ার জন্য বাংলাদেশ যেদিন দল ঘোষণা করেছিল ২৬ জুলাই, ওই দিনই বিশ্বকাপ স্থগিত হওয়ার খবর আসে।
স্থগিত হওয়া সেই নারী কাবাডি বিশ্বকাপ এখন বাংলাদেশে হতে পারে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এরই মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে সবুজ সংকেত পেয়েছে। এ মাসে বিশ্বকাপ আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে আবেদন করেছে।
কাবাডি ফেডারেশনের সেই আবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে গেছে। এখন অর্থ মন্ত্রণালয় সবুজ সংকেত দিলেই বাংলাদেশের মাটিতে নারীদের কাবাডি বিশ্বকাপ আয়োজিত হবে।
উল্লেখ্য, নারী কাবাডি বিশ্বকাপে ১৪ টি দেশের অংশ নেওয়ার কথা ছিল। টুর্নামেন্টটি ভারতে হওয়ার কথা থাকায় সেখানে পাকিস্তানের নাম ছিল না। এখন ভেন্যু যদি বাংলাদেশে হয় তাহলে আন্তর্জাতিক কাাবডি ফেডারেশন দল পরিবর্তন করে পাকিস্তানকে অন্তর্ভূক্ত করতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।