ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে আল সোরতাকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠলো আল নাসর। সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে, ইরাকের চ্যাম্পিয়ন দল আল সোরতার মুখোমুখি হয়, সৌদি জায়ান্ট আল নাসর।
সাদিও মানে আর রোনালদোকে নিয়ে ফেভারিট হিসেবেই খেলতে নামে সৌদি চ্যাম্পিয়নরা। খেলার ২৭ মিনিটে রোনালদো দলকে এগিয়ে দিলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ইরাকি প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রাখে। অবশেষে খেলার ৮০ মিনিটে স্পটকিকে রোনলদো যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় আল নাসরের জয়।
এই জয়ে আগামী শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে স্বদেশী আল হিলাল ক্লাবের। অন্য সেমিফাইনালে আল শাবাবকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করে আল হিলাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।