জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জিতে নিয়েছেন ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’-এর বর্ষসেরা ক্রীড়াবিদের মর্যাদাপূর্ণ পুরস্কার। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া বিভাগে সেরা পারফরমারদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচনে মিরাজ পেছনে ফেলেছেন নারী ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমা এবং আরচার সাগর ইসলামকে। পুরস্কার গ্রহণ করে মিরাজ বলেন, ‘বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য। এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ সব খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কথা হয় এটা সত্যিই দারুণ লাগে।’
অন্যদিকে, দর্শক ভোটে নির্বাচিত হয়ে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। এই বিভাগেও তিনি মিরাজ ও উদীয়মান পেসার নাহিদ রানাকে হারিয়ে সেরা হন। তবে বর্তমানে ভুটান লিগে খেলায় ব্যস্ত থাকায় অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। ভিডিও বার্তায় ঋতুপর্ণা জানান, ‘এই পুরস্কার আমাকে আগামী দিনে আরও ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত করবে।’
এবারের আসরে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে দেশের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দিয়ে আসছে। এবারের আয়োজনেও ১৫টি ক্যাটাগরিতে মোট ১৩ জন ব্যক্তি, দল ও সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। দেশের ক্রীড়াঙ্গনের বহু পরিচিত মুখ ও গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এর অন্যান্য বিজয়ীরা:
স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানার্সআপ- ঋতুপর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আরচারি)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: ঋতুপর্ণা চাকমা (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা আরচার: সাগর ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড): জহির রায়হান
উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়
বর্ষসেরা দলগত সাফল্য: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল (জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফায়ার)
সক্রিয় সংস্থা: যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি
বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)
তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব: বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)
বর্ষসেরা সংগঠক: মো. ইমরুল হাসান (সভাপতি, বসুন্ধরা কিংস)
বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমস সোনাজয়ী ভারোত্তোলক)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।