কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি মহিলা দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় মহিলা কাবাডি দল গঠনের লক্ষে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা ২০১৮-১৯ চট্টগ্রাম জোনে রাঙামাটি জেলা মহিলা দল শনিবার ফাইনালে মৌলভীবাজার জেলাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে শুরু থেকেই রাঙামাটি জেলা মহিলা দল দাপটের সাথে খেলে প্রথমে বান্দরবান, খাগড়াছড়ি ও মৌলভীবাজারকে হারিয়ে সেমিফাইনালে উঠে।
সেমিফাইনালে শক্তিশালী চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে গ্রুপ পর্বে হারানো মৌলভীবাজারকে আবার বিধ্বস্ত করে রাঙামাটি অপরাজিত চ্যাম্পিয়ান হয়। দুটি গ্রুপে ১০টি দল অংশগ্রহন করে টুর্নামেন্টে।টুর্নামেন্টে ফাইনালে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃমাহাবুবর রহমান (বিপিএম,পিপিএম) পুলিশ কমিশনার, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।