ঢাকাThursday , 20 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শুটিংয়ে যৌন হয়রানির অভিযোগ তদন্তে এনএসসির কমিটি

BDKL DESK
November 20, 2025 10:25 pm
Link Copied!

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি বিসিবির একাধিক কর্মকর্তার ওপর যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এরপর ক্রীড়াঙ্গনে নারী নিপীড়নের বিষয়টি বেশ আলোচিত। জাহানারার পরপরই জাতীয় শুটার তাসমায়াতি এমা ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক জিএম হায়দারের (সাজ্জাদ) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। জাতীয় ক্রীড়া পরিষদ সেই অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় সাঁতারু ও সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস। তিনি সম্প্রতি সাঁতারের একটি নারী নির্যাতনের তদন্ত কমিটিতে ছিলেন। সেই কমিটির সুপারিশ অনুযায়ী কোচ আলমগীরকে শাস্তির সিদ্ধান্ত দিয়েছে ফেডারেশন।

কমিটির অন্য দুই সদস্য হলেন-সাবেক ভারত্তোলক ও জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) শাহরিয়া সুলতানা সূচি এবং শুটিং ফেডারেশনের সদস্য দাইয়ান নাফিস। শুটিং ফেডারেশনের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সেখানে শুটিং ফেডারেশনের সদস্য আবার তদন্ত কমিটিতে থাকায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে খানিকটা প্রশ্ন উঠেছে। সাবেক জাতীয় শুটার ও কোচ শারমিন আক্তার রত্না এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনামূলক পোস্টও দিয়েছেন।

তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান তদন্ত কমিটি সংক্রান্ত চিঠির আদেশ স্বাক্ষর করেছেন। তার কাছেই তদন্ত প্রতিবেদন দিতে হবে। ক্রীড়াঙ্গনে ইতোপূর্বে জাতীয় ক্রীড়া পরিষদ নারী নিপীড়ন নিয়ে কয়েকটি তদন্ত করলেও অধিকাংশই আলোর মুখে দেখেনি।

এমার অভিযোগটি জাতীয় ক্রীড়া পরিষদ আমলে নিয়ে তদন্ত করেছে। দেশের অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিও জিএম হায়দার সাজ্জাদের উপর মানসিক নিপীড়নের অভিযোগ এনেছেন। এ নিয়ে তিনি উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছেন। জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে শুটিং অঙ্গনে বিতর্ক রয়েছে অনেক। এজন্য শুটাররা তাকে অ্যাডহক কমিটিতে না রাখার অনুরোধ জানিয়েছিলেন। ক্রীড়াঙ্গন সংস্কার ও ফেডারেশন পুর্নগঠনের জন্য গঠিত সার্চ কমিটি শুটিং ফেডারেশনে সাজ্জাদের নাম প্রস্তাব করেনি, এরপরও তিনি যুগ্ম সম্পাদক হয়েছেন। সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস হলেও ফেডারেশনের চালিকাশক্তি সাজ্জাদের হাতেই এমনটাই ধারণা শুটিং সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।