ঢাকাThursday , 13 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়াক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ কমিটি গঠন

BDKL DESK
November 13, 2025 6:05 pm
Link Copied!

নারীদের যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্গত সকল ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিতে অন্তত ৩ জন নারী সদস্য রাখার বাধ্যবাধকতা রেখেছে মন্ত্রণালয়টি।

আজ (১৩ নভেম্বর) সহকারী ক্রীড়া পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারীদের যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট বিভাগের ১৪/০৫/২০০৯ তারিখের ‘শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা, ২০০৯ শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্গত সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে ন্যুনতম ৩ (তিন) জন নারী সদস্যসহ ৫ সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন করে ১৯ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে ক্রীড়া পরিষদে পাঠানোর অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী যদি প্রতিকার না পান বা অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি না পান তাহলে ক্রীড়া পরিষদের নিকট আবারও অভিযোগ জানানোর সুযোগ থাকবে।

জাতীয় নারী ক্রিকেটারদের একের পর এক হয়রানির অভিযোগে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোড়ন দেখা দিয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে আগেই হুশিয়ারি দিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ। এবার সেই লক্ষ্যে নতুন কমিটি নিয়ে আসছে ক্রীড়া মন্ত্রণালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।