এনএইচটি হোল্ডিংস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৩ ওপেন ও বালিকা এর খেলা আগামীকাল ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রোববার এর পরিবর্তে আগামী ২৫ শে ডিসেম্বর সোমবার সকাল ১০-০০ টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে।
অনুর্ধ্ব-২০ বছরের ছেলে ও মেয়ে এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন। ৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা আগামীকাল ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রোববারের মধ্যে ২০০.০০ (দুই শত) টাকা এন্টি ফি ও বয়সের প্রমান-পত্র সহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।