সেরা খেলোয়াড়ের হাতেই উঠলো সেরার সেরার মুকুট। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইগা সোয়াটেকই জিতলেন ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককের শিরোপা। শনিবার তিনি ৬-২, ৭-৫ ও ৬-৪ গেমে পরাজিত করেন ক্যারোলিনা মুখোভাকে। এটি সোয়াটেকের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর প্রথম নারী যিনি টানা দ্বিতীয়বার প্যারিসে চ্যাম্পিয়ন হলেন।
তবে লড়াইয়ের শুরু থেকেই ফেভারিট ছিলেন ইগা সোয়াটেক। কিন্তু চলতি টুর্নামেন্টে দারুণ ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে উঠে আসেন মুখোভা। তাই হঠাৎ কিছু ঘটিয়ে দিতে পারেন চেক কন্যা এমন ধারণাও করেছিলেন অনেকে। কিন্তু সব জল্পনা কল্পনাকে পেছনে ঠেলে দিয়ে প্রথম সেট বেশ দাপটের সঙ্গেই জিতে নেন পোলিশ তারকা সোয়াটেক, ৬-২ গেমে।
তবে মুখোভাও ছেড়ে কথা বলেন নি। প্রথম সেট হেরে গিয়েও মনোবল ভাঙেন নি। দ্বিতীয় সেটে তিনি আরো আগ্রাসী হয়ে ওঠেন। জয় তুলে নেন টাইব্রেকারে ৭-৫ গেমে।
চ্যাম্পিয়নশিপ নির্ধারণী তৃতীয় গেমেও লড়াইটা জমে ওঠে দুজনার। জয় পান সোয়াটেক ৬-৪ গেমে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।