এবার নতুন দলের দায়িত্ব নিয়েছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। সেনাবাহিনীর নারী দলের দায়িত্ব নিয়েছেন তিনি।কিছুদিন আগেই বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব ছেড়েছেন সফল এই কোচ । আজ তাকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিয়েছে বাফুফে।
আপাতত দুই মাসের চুক্তিতে সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন ছোটন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাফুফে আমার পদত্যাগপত্র গ্রহণ করে চিঠি দিয়েছে। আমি নতুন চাকরিতে যোগদান করেছি। বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল গঠন করবে। তাদের সঙ্গে আপাতত আমার দুই মাসের চুক্তি হয়েছে। ২ জুলাই থেকে আমি এখানে যোগদান করেছি। ’
এখন আর নারী ফুটবলে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না ছোটন। সাবিনা খাতুনদের সাবেক এই কোচ বলেন, ‘আমি ক্লাব কোচিং করাব। সেটা নারী-পুরুষ যে দলই হোক। সেটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ কিংবা যেকোনো স্তরের দলই হতে পারে। ’
প্রায় এক দশক নারী ফুটবল নিয়ে কাজ করছেন ছোটন। জাতীয় দলসহ, অনূর্ধ্ব সব দলকেই তিনি প্রশিক্ষণ দিয়েছেন। কাজ করতে করতে হাঁপিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গত মে মাসে ছোটন বলেছেন, ‘গত কয়েক বছর অসম্ভব পরিশ্রম করেছি। সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দলকে পর্যায়ক্রমে অনুশীলন করিয়েছি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমার বিশ্রাম দরকার। এখন বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেওয়া দরকার। তাই বাফুফের দায়িত্ব ছাড়তে চাই। ’
২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নারী দলের দায়িত্ব সামলেছেন ছোটন। ২০১৭ সাল থেকে বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া তার অধীনে সর্বশেষ নারী সাফ জিতেছেন সাবিনারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।