বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সামনে এবারও রেকর্ড গড়ার হাতছানি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে আর মাত্র চার উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই সুযোগের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সাউদির পরই আছেন সাকিব। ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব।
৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান। এই সিরিজে সাকিব চারটি উইকেট পেলেই ২০ ওভারি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবেন সাকিব আল হাসান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।