মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫৩ রানে পরাজিত করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে অপরাজিত চাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপি’র তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে ১৯৬ রানে অলআউট হয় রূপালী ব্যাংকের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান সংগ্রহ করেন মুক্তা।
মোহামেডানের বোলার খাদিজাতুল কুবরা ৪৫ রানে ৪টি উইকেট তুলে নেন। জবাবে, ১৪৩ রানে অলাউট হয় মোহামেডান। আয়েশা রহমান দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। রূপালী ব্যাংকের বোলার তিথি রানী ও ঋতু মনি ৩টি করে উইকেট নিয়ে মোহামেডানের ধ্বস নামান। ফাইনাল শেষে বিজীয়দের পুরস্কৃত করেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।