দারুণ এক জয়ে এশিয়ান গেমস কাবাডি ইভেন্ট শুরু করেছে বাংলাদেশ। জাপানকে ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দল। হাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে খেলার প্রথমার্ধে ২৫-৫ পয়েন্টে এগিয়ে ছিলো তুহিন তরফদারের দল।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে, দুই অর্ধে দুটি করে মোট চারটি লোনা পায় বাংলাদেশ।গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে, নারীদের ম্যাচে নেপালের কাছে ৩৭-২৪ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। বুধবার গ্র“পের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশের নারীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।