সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দারুণ শুরু করলেও, তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করে সেই গতি হারাল স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নিকে শূন্য রানে ফিরিয়ে দেন পেসার হাসান মাহমুদ।
কিন্তু এরপরই পল স্টারলিং ও অভিষিক্ত ক্যাড কারমাইকেল দ্বিতীয় উইকেটে ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষে দলকে ১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে আইরিশরা।
প্রথম ওভারেই ব্যালবার্নিকে দ্রুত ফেরালেও বাংলাদেশ এরপর একের পর এক সুযোগ নষ্ট করে। চতুর্থ ওভারে নাহিদ রানার বলে দ্বিতীয় স্লিপে স্টারলিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। পরের ওভারে হাসান মাহমুদের বলে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ ফেলেন তাইজুল ইসলাম, তখন কারমাইকেলের রান ছিল মাত্র ১০। ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজের হাত ফসকে যায় স্টারলিংয়ের আরেকটি ক্যাচ।
এই তিন জীবন পেয়ে অভিজ্ঞ পল স্টারলিং সতর্ক ব্যাটিংয়ে ৭৩ বলে অপরাজিত ৫৮ রান করে ফিফটি পূর্ণ করেন। অভিষিক্ত ক্যাড কারমাইকেলও ৩০ রানে অপরাজিত আছেন। সেশনের বাকি সময়টায় দুই আইরিশ ব্যাটার আর কোনো সুযোগ না দেয়ায় মধ্যাহ্ন বিরতির আগে সুবিধাজনক অবস্থানে থেকেই লাঞ্চে যায় আয়ারল্যান্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
