গর্জনের আলেক্সান্ডার স্টেডিয়ামে হঠাৎই নীরবতা। ৩০ হাজার দর্শকের চোখ তখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দিকে। ২২ সেকেন্ডের জন্য চুপসে যাওয়া গ্যালারিতে এরপর শুধুই উন্মাদনা। 'থম্পসন, থম্পসন' স্লোগানে অন্যরকম আবহের সৃষ্টি হয়।…