ঢাকাTuesday , 11 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের নিলামে খেলোয়াড় কিনতে মানতে হবে যেসব নিয়ম

BDKL DESK
November 11, 2025 4:58 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে প্লেয়ার্স ড্রাফটসের বদলে এবার নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে এই নিলামের নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

নিলামের বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্যসহ নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এই নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৩ জন দেশি এবং অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।

বিপিএলের নিলামে স্থানীয় খেলোয়াড়দের জন্য ৬টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য ৫টি ক্যাটাগরি থাকছে। দেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা, যা প্রতি ডাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে বাড়ানো যাবে। অন্যদিকে, বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, যা প্রতি ডাকে সর্বোচ্চ ৫ হাজার ডলার করে বাড়ানো যাবে।

নিলাম ও সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে এবং রিজার্ভসহ ২২ সদস্যের স্কোয়াড রাখতে পারবে। দেশি ক্রিকেটারদের জন্য দলগুলো সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে। আর বিদেশি ক্রিকেটারদের জন্য সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে সর্বোচ্চ খরচের সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ লাখ ডলার (প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা)।

দলগুলোকে বিসিবি’র নেয়া ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টির মধ্যেই স্কোয়াড গোছাতে হবে। ম্যাচ চলাকালীন একাদশে কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে।

এবারের আসরে পারিশ্রমিক পরিশোধের বিষয়ে গভর্নিং কাউন্সিল বেশ সতর্ক। চুক্তি স্বাক্ষরের সময়ই ২৫ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। এরপর লিগ পর্ব শেষ হওয়ার আগে ৫৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার ১ মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।