ঢাকাSunday , 5 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবি নির্বাচন

BDKL DESK
October 5, 2025 10:01 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগের দিন, রোববার (৫ অক্টোবর) বিসিবি কার্যালয়ের সামনে ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রেদুয়ান। তিনি অভিযোগ করেছেন, এবারের বিসিবি নির্বাচন ‘আওয়ামী লীগ সরকারের সময়ের রাতের ভোটকেও হার মানিয়েছে।’

রেদুয়ান বলেন, রাতের ভোট তো…তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১ অক্টোবর। তবে এরপরও এখন পর্যন্ত চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান, কাঁঠালবাগান গ্রিনক্রিসেন্টের মেজর ইমরোজ এবং রাজশাহী বিভাগের প্রার্থী হাসিবুল আলম প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।

রেদুয়ান সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে রেদুয়ানের দাবি, আমিনুল ও নাজমুল সংশ্লিষ্ট এলাকার ক্রীড়া কার্যক্রমে যুক্ত নন। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট এলাকায় কোনো ক্রিকেটীয় কার্যক্রমে না থেকেও শেষ মুহূর্তে শুধুমাত্র নির্বাচনের জন্যই অ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে তাদের।

ই–ব্যালট ভোট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রেদুয়ান। তার অভিযোগ, নির্বাচন কমিশন ন্যায্য ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছি, কিন্তু তারা দেখা করেননি। আমি আবেদন দিতে চেয়েছিলাম যে, ই–ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাদের দেয়া হোক, যারা দেশের বাইরে বা হাসপাতালে রোগী। কিন্তু যারা দেশে আছেন, স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন, তারা কেন ই–ব্যালটে ভোট দেবেন?

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। নির্বাচনের আগের এই ঘোষণায় নতুন করে প্রশ্ন উঠেছে—বিসিবি নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।