নামিবিয়ার বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়নরা কেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট সেটি আরেকবার প্রমাণ করলো।
আজ বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়াকে মাত্র ৭২ রানে অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে বোলিং নিলে অসি বোলারদের দাপটে ক্রিজে টিকতে পারেনি নামিবিয়ানরা।
অ্যাডাম জাম্পা ১২ রান খরচায় একাই নেন ৪ উইকেট। এর ফলে প্রথম পুরুষ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই লেগস্পিনার।
৭৩ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫.৪ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। এর ফলে সুপার এইটও নিশ্চিত করে ফেলেছে মিচেল মার্শের দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।