ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়েই বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করলো বায়ার্ন মিউনিখ। ১০ মিনিটেই কিমিখ এবং পাভার্দের কল্যাণে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বুন্দেসলিগার চ্যাম্পিয়নেরা। ২৯ মিনিটে দলকে ৩-০ তে এগিয়ে দেন লিভারপুল থেকে আসা সাদিও মানে।
ছয় মিনিট পর জার্মান মিডফিল্ডার মুসিয়ালা দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। আর বিরতির আগেই ব্যবধান ৫-০ করেন জিনাব্রি। দ্বিতীয়ার্ধে বায়ার্নকে আর বিধ্বংসী হতে দেয়নি ফ্রাঙ্কফুর্ট। ৬৪ মিনিটে কোলো মুয়ানি একটি গোল শোধও করেন। তবে ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও বায়ার্নানের হয়ে ষষ্ঠ গোল করে ব্যবধান ৬-১ করেন মুসিয়ালা।