৬৪ কোটি ৩৫ লাখ টাকায় শেন ওয়ার্নের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিচ্ছে তার পরিবার। এর আগে ব্যক্তিগতভাবে নিলামে তোলা হয়েছিলো বাড়িটিকে। কিন্তু তখন ক্রেতা পাওয়া যায়নি।
মৃত্যুর সময় তিন সন্তান এবং স্ত্রী রেখে যান কিংবদন্তী স্পিনার। আইন অনুযায়ী তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন পরিবারের এসব সদস্যরা। সেদেশের গণমাধ্যম বলছে মেলবোর্নের সেন্ট কিলডায় অবস্থিত অত্যাধুনিক সাজসজ্জায় সজ্জিত বাড়িটির জন্য ক্রেতাও পেয়ে গেছে ওয়ার্নের পরিবার। অ্যাপার্টমেন্টটিতে স্পা থেকে শুরু করে লন্ড্রি, ক্যাটারিং, সিনেমা হল, গোপন দরজা এবং বার আছে।