রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন করতে না পারার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে শ্রীলঙ্কা। এসিসি শিগগিরই নতুন স্বাগতিক দেশের নাম ঘোষণা করকে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেট এসিসিকে জানিয়েছে, রাজনৈতিক বৈরিতা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ছয়টি দেশ নিয়ে এশিয়া কাপ ক্রিকেটের মতো মেগা ইভেন্ট আয়োজনে আপাতত তারা অপারগ। তবে এসিসি সুযোগ দিলে তারা সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে চান।
এর আগেই অবশ্য লংকা প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ স্থগিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট।