প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফের জয় পেয়েছে পিএসজি। জাপানে স্বাগতিক কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে আজ ২-১ ব্যবধানে জিতেছে ফরাসি জায়ান্টরা। ম্যাচে গোল পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন মেসি।
লিড নিয়েই বিরতিতে যায় পারসিয়ানরা। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্নাউড কালিমুয়েন্দো মুইঙ্গা। ম্যাচের ৬২তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। তাঁর জায়গায় নামেন আরেক আর্জেন্টাইন মাউরো ইকার্দি।
৮৪তম মিনিটে গোল করে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন কাওয়াসাকির কাজুইয়া ইয়ামামুরা। তবে বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টোফে গ্যালতিয়ের দল। বড় তারকাদের মধ্যে মেসি ছাড়াও এই ম্যাচে খেলেছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোস।