ফ্রি ট্রান্সফার সুবিধায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইংলিশ মিডফিল্ডার জেসি লিঙ্গার্ডকে দলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে লিঙ্গার্ডের চুক্তি শেষ হয়ে যায়। এর মাধ্যমে রেড ডেভিলসের হয়ে তার ২২ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে।
১৯৯৯ সালের পর প্রথমবারের মত প্রিমিয়ার লিগে খেলতে আসা নটিংহ্যামে ১১তম খেলোয়াড় হিসেবে গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে চুক্তিভূক্ত হলেন লিঙ্গার্ড। তবে ফরেস্টের সাথে তিনি কতদিনের জন্য চুক্তি করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২১-২২ মৌসুমের দ্বিতীয়বাবে ২৯ বছর বয়সী লিঙ্গার্ড ওয়েস্ট হ্যামে ধারে খেলতে গিয়েছিলেন। এ সময় তিনি প্রিমিয়ার লিগে ১৬টি ম্যাচে মূল একাদশে খেলে ৯টি গোল করেছেন।