উইম্বলডন টেনিসে নারী এককের ফাইনালে উঠেছেন ওন্স জাবের এবং এলেনা রিবাকিনা। সেমিফাইনালে জার্মানির টাটিয়ানা মারিয়াকে ৬-২, ৩-৬ ও ৬-১ গেমে পরাজিত করেন তৃতীয় বাছাই তিউনিসিয়ার জাবের। জয় পেতে জাবেরের সময় লাগে এক ঘন্টা ৪৩ মিনিট। টেনিসের ওপেন যুগে প্রথম আরব খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি।
অন্য ম্যাচে, রোমানিয়ার সিমোনা হালেপকে এক ঘন্টা ১৬ মিনিটের লড়াইয়ে ৬-৩ ও ৬-৩ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন জাবের ও রিবাকিনা। চলতি উইম্বলডনে প্রথম পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য সিমোনা হালেপ সেমি-ফাইনালে দাঁড়াতেই পারলেন না। সাবেক চ্যাম্পিয়নকে গুঁড়িয়ে ফাইনালে পা রাখলেন এলেনা রিবাকিনা। যেখানে তার প্রতিপক্ষ ওন্স জাবের। কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠে রিবাকিনা ইতিহাস গড়েছিলেন আগেই। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় এবার উঠে গেলেন ফাইনালেও।
ঘাসের কোর্টের এই প্রতিযোগিতায় ২০১৯ সালের চ্যাম্পিয়ন হালেপ এখানে ১২ ম্যাচ পর হারলেন। দুই ফাইনালিস্টের সামনেই তাই প্রথম শিরোপার হাতছানি। আগামী শনিবার হবে শিরোপা লড়াই।